Proofreader Software Ms Word এ
Add-In যুক্ত করার নিয়ম
প্রুফরিডার সফটওয়্যার দিয়ে ms word এ যেকোনো বাংলা বানান চেক করা যায় খুব সহজেই। এ ছাড়াও প্রুফরিডার সফটওয়্যার দিয়ে সমোচ্ছারিত শব্দ চেক ও পার্সোনাল বানানরীতি দিয়ে বানান চেক করা যায়। ProofReader সফটওয়্যারটি ডাউনলোড করতে ক্লিক করুন
Proofreader Software Ms Word এ Add-In যুক্ত করার নিয়ম
ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন
Requirements
- অফিস এর ভার্সন 2016-2021 হতে হবে।
- ফাইল .docx এবং Editable হতে হবে। পুরোনো .doc file ভার্সন 2016-2021 দিয়ে ওপেন করে এডিট করতে চাইলে MS-Word .docx এ অটো কনভার্ট করে Save করে নিন।
1. Share the folder
প্রুফরিডার সফটওয়্যারটি ইনস্টলের পর (Documents এর ভেতর) C:\Users\<username>\Documents\ProofReader এখানে একটি ProofReader ফোল্ডার তৈরি হয়ে যাবে।
Documents এর ভেতর ProofReader ফোল্ডারে Right বাটন ক্লিক করে Properties -> Share Tab -> Share > Done
সফলভাবে ফোল্ডারটি শেয়ার হয়ে গেলে Properties -> Share Tab এর মাঝামাঝি যায়গায় Network Path হিসেবে এ রকম একটা লিঙ্ক তৈরি হবে: \\DESKTOP-<Code>\Users\<username>\Documents\ProofReader
আপনার কম্পিউটার থেকে লিঙ্কটি কপি করে নিন।
2. Configure MS-Word
মেনু থেকে File -> Option -> Trust Center -> Trust Center Setting -> Trusted Add-In Catalogs এ গিয়ে Catalog URL বক্স এ কপি করা লিঙ্ক paste করে Add catalog এ ক্লিক করলে Trysted Catalog বক্স এ যুক্ত হয়ে যাবে। সেখান থেকে Show In Menu তে টিক চিহ্ন দিয়ে Ok দিতে হবে।
ছবি : ১
ছবি : ২
ছবি : ৩
ক্যাটালগ URL: বক্সে কপি করা লিঙ্কটি paste করে Add Catalogue এ ক্লক করুন এবং চেক বক্সে ক্লিক করে ok ক্লিক করুন।
3. Proof Reader Add-In হোম মেনুতে যুক্ত করা
Add-In সফলভাবে যুক্ত হলে Document এর Home পেজ-এর রেগুলার মেনু আইটেমের সবচেয়ে ডান পাশ থেকে Add-ins -> More Add-ins -> SHARED FOLDER এ গেলে Proof Reader Add-In টি পাওয়া যাবে। সেটি সিলেক্ট করে Add করলে হোম পেজের Add-ins পাশে Proof Reader আইকন দেখা যাবে।
বি.দ্র. কোনো কোনো ভার্সনে Home পেজ-এর Insert এর ভেতর Add-ins অপশন থাকে।
ছবি : ৪
ছবি : ৫
বি.দ্র. Ms Word এ কাজ করার সময় অবশ্যই ProofReader সফটওয়্যারটি ওপেন রাখতে হবে।