জনপ্রিয় বাংলা স্পেল চেকার সফটওয়্যার

স্পেল চেকার সফটওয়্যার সম্পর্কে হয়তো অনেকেই অনেক ঘাঁটাঘাঁটি করেছেন৷ কিন্তু একটি আশানুরূপ বাংলা স্পেল চেকার সফটওয়্যার খুঁজে বের করতে পারেননি। তাদের জন্য বাংলা স্পেল চেকার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো। এই সফটওয়ারটি ব্যবহার করে আপনি বাংলা লেখাকে শতভাগ নির্ভুল করতে পারবেন।

বাংলা আমাদের মাতৃভাষা, তাইতো প্রতিদিনই কমবেশি আমাদের বাংলায় কিছু না কিছু লিখতে হয়। স্কুল কলেজের অ্যাসাইনমেন্ট তৈরি, বিভিন্ন ডকুমেন্টস তৈরি, দলিল দস্তাবেজ  লেখা, ব্লগ সাইটের জন্য আর্টিকেল লেখা সহ বিভিন্ন কাজে আমাদের বাংলায় লিখতে হয়। তবে আমরা যতোই নিয়মিত লেখালেখি করি না কেনো, বাংলা ভাষার সব শব্দের শতভাগ নির্ভুল বানান আমরা জানি না। জানলেও অনেক সময় নিজের অজান্তেই টাইপিং মিস্টেক হয়ে যায়। ভুলে ভরা একটা লেখাকে আপনি খুব কম সময়ে বাংলা স্পেল চেকার এর সাহায্যে সংশোধন করতে পারবেন৷

কোনো শব্দের সঠিক বানান মনে করতে না পারলে সরাসরি স্পেল চেকার দিয়ে সেটি সংশোধন করে নিতে পারবেন৷ বাঙালি হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে বাংলা স্পেল চেকার-এর বেশ প্রয়োজনীয়তা রয়েছে।

প্রুফরিডার সফটওয়্যার ব্যবহারকারীর সুবিধা

১। সহজে ও দক্ষতার সাথে প্রুফরিডিং

২। ভুল থেকে মুক্তি

৩। প্রচুর সময়ের সাশ্রয়

৪। ভুল শব্দের জন্য অভিধান থেকে পরামর্শ

৫। ব্যক্তিগত অভিধান ব্যবহারের সুবিধা

৬। যে কোনো ফন্ট ব্যবহারের সুবিধা

৭। Ms Word এ বানান চেক করার সুবিধা

৮। Ms Word-এ ফুল ফাইল অথবা ফুল ফাইল থেকে নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড চেক করার সুবিধা

৯। আনলিমিটেড ওয়ার্ড নিয়ে কাজ করার সুবিধা

১০। সমোচ্চারিত শব্দ চেক করার সুবিধা

১১। ইন্টারনেট ছাড়া ব্যবহার করার সুবিধা

১২। বিজয় ইউনিকোড কনভার্ট করার সুবিধা

প্রুফরিডার সফটওয়্যার