কি বনাম কী বানান
১. কি: ‘কি’ প্রশ্নবোধক অব্যয়। যে সকল প্রশ্নের উত্তর ‘হাঁ’ বা ‘না’ শব্দের মাধ্যমে কিংবা কেবল অঙ্গভঙ্গির মাধ্যমেও সন্তোষজনকভাবে দেওয়া যায় সে সকল প্রশ্নবোধক বাক্যে ‘কি’ লিখবেন। যেমন: আমি কি খাব? (Will I eat?), আমি কি আসতে পারি, স্যার? টাকা আছে কি? তুমি কি জানো? (Do you know?)
২. কী: যে সকল প্রশ্নের উত্তর ‘হাঁ বা ‘না‘ দিয়ে কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে সন্তোষজনকভাবে দেওয়া সম্ভব নয়, সন্তোষজন উত্তরের জন্য হাঁ বা না ছাড়াও কিছু না কিছু বলতে হয় সে সকল প্রশ্নবোধক বাক্যে ‘কী’ লিখবেন। যেমন: আমি কী খাব? (What will I eat?), তুমি কী চাও? (What do you want?), কী করে এতদূর এলে? তোমার বাবা কী করেন? তুমি কী জানো? (What do you know?)