ভুল বানান শনাক্ত ও সংশোধন করবে প্রুফরিডার সফটওয়্যার

প্রুফরিডার সফটওয়্যার কেবল ভুল বানান শনাক্ত করবে তা নয়, বরং স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের পরামর্শ দেবে। সফটওয়্যারটি বিভিন্ন ধরনের এরর যেমন নন-ওয়ার্ড এরর, রিয়েল ওয়ার্ড এরর শনাক্ত করতে পারে। এ ছাড়া প্রায়ই যেসব বানান ভুল হয়, সেসব বানানসহ অসতর্কতাবশত লেখা ‘টাইপো’ দ্রুত শনাক্ত করতে পারে। তবে একটি শব্দের বানান শুদ্ধ হলেও ওই পরিস্থিতিতে শব্দটি ভুল হলে অ্যাপ্লিকেশন একে ভুল হিসেবে শনাক্ত করবে। প্রুফরিডার সফটওয়্যারটি কনটেক্সচুয়াল এরর চেকিংসহ বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার; যা একাডেমি প্রকাশনা, মুদ্রণ জগৎসহ অনলাইনে শুদ্ধ বানানে লেখার অভিজ্ঞতা বদলে দেবে।
প্রুফরিডার সফটওয়্যারটি লেখালেখির সঙ্গে সম্পর্কিত কম্পিউটার জগতের গুরুত্বপূর্ণ সব মাধ্যমে ব্যবহার করা যাবে। এ জন্য সফটওয়্যারটির রয়েছে ভিন্ন ভিন্ন ডিস্ট্রিবিউশন। যেমন এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণ কম্পোজের সময় বানান পরীক্ষা ও সংশোধন করা যাবে একটি ‘অ্যাড-ইন’-এর মাধ্যমে।

প্রুফরিডার সফটওয়্যারটি ডাউনলোড করতে ক্লিক করুন