ভুল বাংলা ধরে দেয় প্রুফরিডার সফটওয়ার
টাইপিংয়ের সময় বানান কিংবা ব্যাকরণগত ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধন করে দেয় এটি। তেমনি স্পেলচেকারের একটি বাংলা সংস্করণ ‘প্রুফরিডার সফটওয়্যার’ তৈরি করেছে বাংলা এডিটর, প্রুফরিডার সফটওয়্যারটি অফলাইন হওয়ায় ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। এ ছাড়াও ms word এ বানান চেক করা যায়, এতে করে লেখার ফরম্যাট চেঞ্জ হয় না।
